পৃথিবীর ইতিহাসে এমন কিছু মুহুর্তের স্থিরচিত্র অমর-অক্ষয় হয়ে স্থান করে নিয়েছে ইতিহাসের পাতায়, অসাধারণ কিছু মানুষের জন্য। মানুষকে ভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে সমাজকে-বিশ্বকে উপলব্ধি করতে সাহায্য করেছে। এরকম শক্তিশালী কিছু ছবির মাঝে থেকে ব্যক্তিগত পছন্দের কতগুলো রয়েছে, যেই ছবিগুলো এখনও যতবার দেখি আমাকে বিস্ময়ে অভিভূত করে দেয়। এই ছবিগুলোর পেছনের ইতিহাসও ঠিক ততোটাই শক্তিশালী। সেইসব দুর্লভ কিছু ছবি সংগ্রহ করা হয়েছে।
Comments
Post a Comment