Kazi Nazrul Islam
বিদ্রোহী
কবি কাজী নজরুল ইসলামের পারিবারিক ছবি। ছবিটি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া
জেলার কৃষ্ণনগরে অবস্থিত কবির গৃহ 'লাবণ্য ভিলা' য় তোলা হয়। ছবিতে কবি
তার প্রথম সন্তান বুলবুল কে নিয়ে দাঁড়িয়ে আছেন। ডান দিকের চেয়ারে বসে
আছেন কবি পত্মী প্রমীলা দেবী। বাঁ দিকের চেয়ারে বসে আছেন কবির শ্বাশুড়ি
গিরিবালা দেবী এবং তার পিছনে দাঁড়িয়ে আছেন কবিপুত্রের ধাত্রী। এই ছবিটির
সময়কাল অজানা।
Comments
Post a Comment