Dholai Khal

১৮৭০ সাল - ধোলাই খাল।

এখন শুধুই ছবি। নামে আছে, বাস্তবে নেই ! পুরান ঢাকার ধোলাইখাল। এক সময় এখানে বিল ছিল, নৌকাবাইচ হতো। কিন্তু সেই খাল বা বিল আর নেই। ইতিহাস বিবর্তনের ধারাবাহিকতায় এখন সেখানে গড়ে উঠেছে বড় বড় অট্টালিকা, রাস্তাঘাট এবং কুটির শিল্প। এটি এখন রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকায় পরিণত হয়েছে। ইতিহাস থেকে জানা যায়, ১৭৬২ সালের এপ্রিল মাসে ভয়াবহ ভূমিকম্প হয়। এতে ওই বিলের পানি ঢাকা শহরকে প্লাবিত করে। নৌকাবাইচের সে ধোলাইখাল এখন দেশবাসীর কাছে পরিচিতি পেয়েছে অটোমোবাইলের সাম্রাজ্য হিসেবে। অটোমোবাইলের এমন কোনো যন্ত্রাংশ নেই যা এখানে পাওয়া যায় না। এখানে প্রতিষ্ঠিত হয়েছে শত শত মিনি কারখানা।

Comments

Popular posts from this blog

ভারতীয় ফটোসাংবাদিক কিশোর পারেখ: ৭১' র মুক্তিযুদ্ধের অনেক ঐতিহাসিক ছবির জন্য বাংলাদেশ আর ইতিহাস যার কাছে ঋণী।