1969: Certificate of Appreciation.

1969: Certificate of Appreciation.

১৯৬৯: চাঁদ জয় করে পৃথিবীতে ফিরে এসে তিন নভোচারী নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন ও মাইকেল কলিন্স বিশ্ব ভ্রমণে বের হয়েছিলেন। ভ্রমণের অংশ হিসেবে তাঁরা তৎকালীন পশ্চিম পাকিস্তান হয়ে ঢাকায়ও এসেছিলেন। ঊনসত্তর সালের সেই ঐতিহাসিক দিনটিতে তেজগাঁও পুরনো বিমানবন্দরে ঢাকার কৌতূহলী মানুষকে নীল আর্মস্ট্রং ও তার সঙ্গীরা চন্দ্র বিজয়ের গল্প শুনিয়েছিলেন। আর বলেছিলেন, ‘তোমাদের ছিমছাম নিরিবিলি ঢাকা শহরটি অপূর্ব।

Comments

Popular posts from this blog

ভারতীয় ফটোসাংবাদিক কিশোর পারেখ: ৭১' র মুক্তিযুদ্ধের অনেক ঐতিহাসিক ছবির জন্য বাংলাদেশ আর ইতিহাস যার কাছে ঋণী।