Fazle Lohani was a Bangladeshi journalist
ফজলে লোহানি, একটি নাম একটি ইতিহাস !
♥জন্ম: ১৯২৮, মৃত্যু: অক্টোবর ৩০, ১৯৮৫। বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব। বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান যদি কিছু মনে না করেন-এর উপস্থাপক হিসেবে তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন। যদি কিছু মনে না করেন'....একটি ম্যাগাজিন অনুষ্ঠান, বিটিভি'র সাদা-কালো/রংগীন যুগের একটি মাইলফলক ! আজকের 'ইত্যাদি' এবং একজন নন্দিত নির্মাতা হানিফ সংকেতের হাতেখড়ি এই ফজলে লোহানির হাত ধরেই। ১৯৮৫ সালে আকস্মিকভাবে মৃত্যুবরন করেন। তার ভাই ফতেহ লোহানী ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
♦কর্মজীবন : লোহানী ১৯৪৭ সালে ঢাকা থেকে পূর্ব বাংলা নামে সাপ্তাহিক পত্রিকা এবং ১৯৪৯ এ অগত্যা নামের একটি জনপ্রিয় মাসিক ম্যাগাজিন প্রকাশ করেন। জন্মভূমিতে সাংবাদিক হিসেবে কয়েক বছর কাজ করার পরে তিনি যুক্তরাজ্যে চলে যান এবং সেখানে বিবিসি তে কাজ করেন। পরবর্তীতে তিনি দেশে ফিরে এলে একজন সাংবাদিক এবং লেখক হিসেবেই পরিচিত ছিলেন।
আমাদের বর্তমান প্রজন্ম এই গুণী নির্মাতা সম্পর্কে কতটুকু ওয়াকিবহাল !
https://en.wikipedia.org/wiki/Fazle_Lohani
♥জন্ম: ১৯২৮, মৃত্যু: অক্টোবর ৩০, ১৯৮৫। বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব। বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান যদি কিছু মনে না করেন-এর উপস্থাপক হিসেবে তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন। যদি কিছু মনে না করেন'....একটি ম্যাগাজিন অনুষ্ঠান, বিটিভি'র সাদা-কালো/রংগীন যুগের একটি মাইলফলক ! আজকের 'ইত্যাদি' এবং একজন নন্দিত নির্মাতা হানিফ সংকেতের হাতেখড়ি এই ফজলে লোহানির হাত ধরেই। ১৯৮৫ সালে আকস্মিকভাবে মৃত্যুবরন করেন। তার ভাই ফতেহ লোহানী ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
♦কর্মজীবন : লোহানী ১৯৪৭ সালে ঢাকা থেকে পূর্ব বাংলা নামে সাপ্তাহিক পত্রিকা এবং ১৯৪৯ এ অগত্যা নামের একটি জনপ্রিয় মাসিক ম্যাগাজিন প্রকাশ করেন। জন্মভূমিতে সাংবাদিক হিসেবে কয়েক বছর কাজ করার পরে তিনি যুক্তরাজ্যে চলে যান এবং সেখানে বিবিসি তে কাজ করেন। পরবর্তীতে তিনি দেশে ফিরে এলে একজন সাংবাদিক এবং লেখক হিসেবেই পরিচিত ছিলেন।
আমাদের বর্তমান প্রজন্ম এই গুণী নির্মাতা সম্পর্কে কতটুকু ওয়াকিবহাল !
Fazle Lohani | |
---|---|
Born | 12 March 1929 Kaulia, Sirajganj District, Bangladesh. |
Died | 30 October 1985 (aged 56) Dhaka, Bangladesh |
Residence | Dhaka |
Occupation | journalist and TV producer and presenter |
Known for | Jodi Kichu Mone Na Koren |
https://en.wikipedia.org/wiki/Fazle_Lohani
Comments
Post a Comment