Popular posts from this blog
Australian soldiers after their release from Japanese captivity in Singapore, 1945
ভারতীয় ফটোসাংবাদিক কিশোর পারেখ: ৭১' র মুক্তিযুদ্ধের অনেক ঐতিহাসিক ছবির জন্য বাংলাদেশ আর ইতিহাস যার কাছে ঋণী।
ভারতীয় ফটোসাংবাদিক কিশোর পারেখ: ৭১' র মুক্তিযুদ্ধের অনেক ঐতিহাসিক ছবির জন্য বাংলাদেশ আর ইতিহাস যার কাছে ঋণী। মুক্তিযুদ্ধের সময়ে কিশোর যখন ট্রাভেল এবং ফ্যাশন ফটোগ্রাফিতে ব্যস্ত, তখন পূর্ব পাকিস্তানের যুদ্ধের নৃশংসতা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ১৯৬৭ সালে হিন্দুস্তান টাইমসের চাকরি পরিত্যাগ করার পর স্বপরিবারে হংকং | সমুদ্র সৈকতে ছবি আকতে পছন্দ করতেন | উপমহাদেশ যখন অগ্নিবলয়ে এবং যুদ্ধ কবলিত, বিব েকের তাড়নায় সিদ্ধান্ত নিলেন ভারত হয়ে বাংলাদেশে যেয়ে পুরো যুদ্ধটাকে ছবির মাধ্যমে কভার করার | ঢাকায় অবস্থানকালীন সময় তার পক্ষে একজন সিভিলিয়ান হয়ে সরাসরি যুদ্ধ ক্ষেত্রের ছবি তোলা খুব কঠিন ব্যাপার ছিল | কখনো কখনো পাকি স্তান আর্মির পোশাক জোগাড় করে পেশাগত কাজগুলো সাহসিকতার সাথে সম্পন্ন করেছিলেন | এর জন্য ভারতীয় সেনাবাহিনীর হাতে ধরাও পড়েন | অবশ্য বোঝাতে সক্ষম হন, তিনি ভারতীয় নাগরিক এবং ফটো সাংবাদিক | কোনো চাকুরিগত বাধ্যবাধকতা নয়, আর্থিক কোনো লাভ নয়, স্রেফ একটি যুদ্ধকে ইতি হাসের অংশ করে রাখার জন্যেই চলে আসেন যুদ্ধ আক্রান্ত এ দেশে | ”মুক্তিযুদ্ধের সময় বিশ্বের নানা...
Comments
Post a Comment